রংপুরে RAB ও পুলিশ সদস্যসহ ৫৩ জন করোনা আক্রান্ত

রংপুর প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রামসহ নতুন করে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

রংপুর- ৩৫ জন,র‍্যাব সদস্য- ৬ জন,

ইসলামবাগ- ৩ জন,ধাপ লালকুঠি- ৩ জন,ধাপ- ২ জন,হাবিবনগর- ২ জন,মেট্রো পুলিশ- ১ জন,জেলা পুলিশ- ১ জন,জুম্মাপাড়া- ১ জন,

পানি উন্নয়ন অফিস- ১ জন,রামপুরা- ১ জন,খলিফাপাড়া- ১ জন,

মুলাটোল- ১ জন,সিএস অফিস- ১ জন,দর্শনা- ১ জন,আলমনগর- ১ জন,

বুড়িরহাট- ১ জন,শালবন মিস্ত্রীপাড়া- ১ জন,সদর- ১ জন,পীরগঞ্জ- ১ জন,

বদরগঞ্জ- ১ জন,গংগাচড়া- ১ জন,কাউনিয়া- ২ জন করে রংপুর জেলা করোনা শনাক্ত হয়েছে।

লালমনিরহাট- ৯ জন,সদর- ১ জন,সদর হাসপাতাল- ৪ জন,

হাতীবান্দা- ২ জন,পাটগ্রাম- ২ জন করে করোনা শনাক্ত হয়েছে।

কুড়িগ্রাম- ৩ জন,রৌমারী- ১ জন,

চিলমারী- ১ জন,রাজারহাট- ১ জন করোনা শনাক্ত হয়েছে।

গাইবান্ধা- ৬ জন,সদর- ৩ জন,

পলাশবাড়ী- ১ জন,সাদুল্যাপুর- ২ জন করোনা শনাক্ত হয়েছে।

আজ বৃহপতিবার (১৬ জুলাই) এসব তথ্য বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ৩৫জন, কুড়িগ্রামে ৩ জন, গাইবান্ধায় ০৬ জন এবং লালমনিরহাটে ০৯ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.