রংপুরে -৩ উপ-নির্বাচনে অংশ নেবে বিএনপি : মির্জা ফখরুল

ঢাকা প্রতিনিধি:  রংপুর -৩ আসনে উপ-নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপি’র চেয়ারপার্সনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, নির্বাচন কমিশন সব নির্বাচনে ইভিএম ব্যবহার করার জন্য বেশ সক্রিয় হয়ে উঠেছে। তারা বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহারের চেষ্টা করছে। ইভিএম পদ্ধতিতে নির্বাচন কোনো মতেই সমর্থন করি না। ইভিএমে কখনোই জনগণের রায়ের সঠিক প্রতিফলন ঘটবে না। জনমতকে ঘুরিয়ে দেয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। আমরা ইভিএম পদ্ধতি বাতিলের দাবি জানাচ্ছি।

বৈঠকে লন্ডন থেকে স্কাইপেতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাসচিব ছাড়াও ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠকে উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.