বিটিসি ভিডিও নিউজব্রেকিং নিউজরংপুর রংপুরে ২০টি সংসদীয় আসনে খিলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থী ঘোষণা (ভিডিও) By বার্তা কক্ষ On আগস্ট ২৪, ২০২৫ Share রংপুর প্রতিনিধি: রংপুর বিভাগের ২০টি সংসদীয় আসনে খেলাফত মজলিসে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণাসহ অনুষ্ঠিত হলো খেলাফত মজলিসের উলামা সমাবেশ। শনিবার বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ। এ সময় বক্তারা বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি চালুর প্রয়োজন নেই। এখনো দেশের মানুষ এই পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল নন। সমাবেশে আবু সাঈদের সভাপতিত্বে রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসাইন, জোন পরিচালক তৌহিদুর রহমান রাজু। সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.