রংপুরে ভালোবাসার অশ্রুতেসিক্ত এরশাদের দোয়া মাহফিল

রংপুর ব্যুরো:  রংপুরের পল্লী নিবাসের সমাহিত সাবেক প্রেসিডেন্ট জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সমাধি চত্বরে আজ বৃহস্পতিবার দিনভর কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ভালোবাসার অশ্রুতে সিক্ত করে এরশাদের রুহের মাগফেরাত কামনা করেন হাজার হাজার মানুষ।

রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে সকাল থেকে সমাধি চত্বরের সামিয়ানার নিচে কোরআন তেলাওয়াত শুরু হয়। সমাধি চত্বরে আসরের নামাজের শেষে এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নগরীর গনেশপুর বাইতুল মামুর মসজিদের খতিব   মাওলানা হুসেইন আহমেদ।

দোয়া পরিচালনার সময় এরশাদ কর্তৃক শুক্রবার ছুটি, রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম ঘোষনা, সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজজনসহ ইসলামের জন্য বিভিন্ন অবদান স্মরণ করেন খতিব। দোয়া মাহফিলে এসময় ১০ হাজারেরও বিভিন্ন বয়সি নারী ও পুরুষ অংশ নেন। পুরো দোয়া মাহফিলে প্যান্ডেল জুড়ে ছিল কান্নার রুল।

সবার চোখে ছিল পানি আর পানি। এরশাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা চোখের পানিতে সিক্ত করে সবাই তার রুহের মাগফেরাত কামনা করেন। পরে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা যুগ্ম সাধারণ হাজি আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা যুগ্ম সাধারণ শাফিউল ইসলাম শাফী, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা সাংগঠনিক সম্পাদক মুনশি আব্দুল বারী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম, জেলা সিনিয়র সহ সভাপতি সামুসুল হক, সহ সভাপতি আজমল হোসেন লেবু, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী জাহিদ হোসেন লুসিড, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামীম সিদ্দিকি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহানগর ছাত্র সমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ সেক্রেটারী আমিনুল ইসলাম ছোট, জেলা ছাত্র সমাজ আহবায়ক আশরাফুল হক জবা, যুগ্ম আহবায়ক সোবহান মজিদ বিদ্যুৎ. আলআমিন সুমন, সদস্য সচিব আসলাম বেগসহ জেলা ও মহানগর জাতীয় পার্টিসহ অঙ্গ ও সহযোগি সংগঠন এবং বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.