রংপুরে বালুবাহি ট্রাকটরের চাপায় বৃদ্ধা নিহত

রংপুর ব্যুরো: রংপুর সদর উপজেলার পালিচাড়ায় আজ শনিবার দুপুরে একটি বালবাহি ট্রাক্টরের চাপায় পিস্ট হয়ে মারা গেছেন ভ্যান আরোহি এক বৃদ্ধা । এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী আখিরাহাট ডিগ্রী কলেজের প্রভাষক তারিকুজ্জামান মিলন বিটিসি নিউজকে জানান, আজ দুপুরে পালিচাড়ায় ইটভাটার দিকে আসা একটি বালুবাহি ট্রাক্টর পদাগঞ্জগামী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বেলী(৫৬) নামের এক বৃদ্ধা মারা যান। তিনি মিঠাপুকুরের ময়েনপুর ইউনিয়নের বাতাসন দক্ষিনপাড়া এলাকার বাসিন্দা। এ সময় ভ্যানচালক ভ্যদোলসহ অপর আরোহি আরও ২ মহিলা গুরুতর আহত হন। পালিচাড়ায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি যাওয়ার পথে তারা হতাহত হয়েছেন।

এব্যপারে সদর থানার এসআই সুশীল রায় বিটিসি নিউজকে জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটরটিকে থানায় আটক রাখা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.