রংপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
রংপুর ব্যুরো: রংপুর মহানগরীর হাজিরহাটে মঙ্গলবার দিবাগত রাত আড়াই টার দিকে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে বেলাল হোসেন(৪০) নামের এক ডাকাত নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পিস্তল ও ছোরা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।
কোতয়ালী থানার ওসি (তদন্ত) মোঃ মোখতারুল আলম জানান, রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট এলাকার মেজরের গলির তেলির ব্রীজ এলাকায় একদল ডাকাত ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতরা পুলিশের ওপর গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্ম রক্ষার্থে পাল্টা ৫ থেকে ৬ রাইন্ড রাবার বুলেট ছুড়ে। পরে ডাকাতরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ডাকাত বেলাল হোসেনের লাশ এবং ১ টি দেশি পিস্তল ও ২ টি ছোড়া উদ্ধার করা হয়। বেলাল উত্তম বেতার পাড়ার মৃত. ইসহাক ওরফে আতার পুত্র। ঘটনার সময় ডাকাতের গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।
ওসি জানান, বেলালের নামে বিভিন্ন থানায় ১৮ টি ডাকাতি, হত্যা ও ছিনতাই মামলা রয়েছে। তিনি এসব মামলার পলাতক আসামী ছিলেন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.