রংপুরে পুকুরে বেসরকারী মেডিক্যাল কলেজ ছাত্রের মৃত্যু

রংপুর ব্যুরো:  রংপুর মহানগরীর বিনোদপুর বালাপাড়ায় পুকুরে গোসল করতে নেমে গিয়ে ডুবে মারা গেছেন আসাদুজ্জামান সৌখিন (২২) নামে একজন বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। আজ শুক্রবার দুপুরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান শফিকুল ইসলাম বিটিসি নিউজকে জানান, শুক্রবার দুপুরে ১২ পার দিকে সৌখিন তার দুই বন্ধুসহ গোসল করতে বালাপাড়ার ওই পুকুরে নামে। কিছুক্ষন পর সৌখিন ডুবে যায়। এসময় খোঁজাখুজি করে তাকে না পেয়ে বন্ধুরা চিৎকার করতে থাকে। স্থানীয়রা সাথে সাথেই রংপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে সৌখিনকে তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানান,  প্রতি শুক্রবার তারা ওই পুকুরে গোসল করতে আসতেন।

নিহত সৌখিন নগরীর মেডিকেল ধাপ এলাকার বাসিন্দা ডিা. সামসুজ্জামানের পুত্র। তিনি রংপুর প্রাইম মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ২০১৫ সালে রংপুর জিলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন তিনি। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.