রংপুরে দাদাকে ট্রেনে তুলে দিতে এসে দাদাসহ ২ নাতির মৃত্যু


রংপুর ব্যুরো: রংপুরের কাউনিয়ায় দাদাকে ট্রেনে তুলে দিতে যাওয়ার সময় বাসচাপায় মারা গেছে দাদাসহ দুই নাতি। বৃহস্পতিবার সকালে উপজেলার হলদীবাড়ী এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহা-সড়কে দুর্ঘটনার শিকার হন তারা।

কাউনিয়া থানার ওসি (তদন্ত) আবদুল আজিজ নয়া দিগন্তকে জানান, বৃহস্পতিবার সকালে দাদা আব্দুস সাত্তার সাক্কুকে জামালপুরে যাওয়ার জন্য কাউনিয়া স্টেশনে দোলনচাপা ট্রেনে তুলে দিতে মোটরসাইকেলে রওনা দেন দুই নাতী আবুল কালাম(২৪) মো. সোলেমান মিয়া (২৭)। পথিমধ্যে রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের হলদিবাড়িতে ময়মনা এন্টারপ্রাইজ নামের একটি ঢাকা কোচ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যায়।

মৃত আব্দুস সাত্তার সাক্কু (৬৫) জামালপুরের ইসলামপুরের চর শিশুয়া গ্রামের মৃত মহিচ উদ্দিনের পুত্র। তিনি তার ছেলেদের বাড়ি গংগাচড়া উপজেলার চর মরনেয়া গ্রামে বেড়াতে এসেছিলেন। মৃত আবুল কালাম (২৪) ওই এলাকার আহাজ উদ্দিন এবং সোলেমান মিয়া ইয়াকুব আলীর পুত্র।

ওসি তদন্ত আরও জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বাসটি আটক করা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.