রংপুরে ত্রাণের দাবিতে মহাসড়ক ও সড়ক অবরোধ (ভিডিও)

রংপুর প্রতিনিধি: খাবারের দাবিতে রংপুর সিটি কর্পোরেশনের লালবাগে অবস্থান নিয়েছে দুটি বস্তির পাঁচ শতাধিক নারী ও পুরুষ।

প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টায় রসিকের লালবাগ সড়কের ২৭ এবং ২৮ নম্বর ওয়ার্ডে অবস্তি দুটি বস্তির প্রায় ৫০০ শিশু নারী এবং পুরুষ রাস্তায় উঠে আসে।
এ সময় তারা রেলওয়ে ঘুমটির বার ফলে দিয়ে সেখানে অবোরাধ গড়ে তোলে।

অবরােধকারীদর দাবি, তারা সবাই দিন আনা দিন খাওয়া মানুষ। কেউ হোকারি করেন কেউ রিকশা চালান কেউ অন্য কাজ করেন। গত ২৬ তারিখের পর থেকে তারা সরকারি নির্দেশনা মনে ঘরে বন্ধি আছেন, কােন খাবার নেই। সন্তান-সন্ততি, স্বামী স্ত্রীকে নিয়ে তারা না খেয়ে জীবন যাপন করছেন। 

এ অবস্থায় খাদ্য সামগ্রী সরবরাহের দাবি তাদের। খবর পেয়ে সেখানে রংপুর মেট্রোপলিটন এর কতোয়ালি থানার পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে-সুজিয়ে ঘরে পাঠানাের চেষ্টা করছেন।
কাতয়ালী থানার (ওসি) আব্দুর রশিদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, বিষয়টি মেয়র এবং জেলা প্রশাসনকে জানানাে হয়েছে । 

একই দাবিতে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নে রংপুর- পার্বতীপুর সড়ক নয়ারহাট অবরোধ করেছে এলাকাবাসী। সেখানে রংপুর সদর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.