রংপুরে গণঅভ্যুত্থান দিবসে দিনব্যাপী নানা কর্মসূচী (ভিডিও)

রংপুর প্রতিনিধি: জুলাই পূণর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আজ রংপুরে নানা কর্মসূচী পালিত হচ্ছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নগরীর পুরাতন লহ্মী টকিজের স্থানে স্থাপিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুস্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম তাদের পরিবার, জুলাই শহীদ পরিবার, জুলাইযোদ্ধা, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রংপুর রেঞ্জ ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, হাইওয়ে পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও সংগঠন।
সকাল ন’টা থেকে নিবেদন শুরু হয় এবং বেলা এগারোটা পর্যন্ত তা চলে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.