রংপুরে ক্যাবল নেটওয়ার্কের ফাইবার অপটিক্যাল কেটে ফেলায় বঞ্চিত ১০ হাজার গ্রাহক (ভিডিও)

রংপুর প্রতিনিধি: রংপুরে মিঠাপুকুর উপজেলায় পূর্ব শত্রুতার রেষে ও ডিস ব্যবসায়ীদের দ্বন্দের কারণে ডিস ক্যাবলের ফাইবার কেটে ফেলায় ভোগান্তীর শিকার ১০ হাজার গ্রাহক। প্রায় ১মাস ধরে কোন ধরণের খবর কিংবা করোনা সংক্রামক তথ্য ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকর। নেই আইনি কোনো ধরনের তৎপরতা ও।
উপজেলার ছড়ান বাজারে দীর্ঘ ১২ বছর ধরে গ্রাহকদের খবর ও বিনোদনের জন্য “বড়বালা ক্যাবল নেটওর্য়াক” নামে একটি ব্যাক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান সেবা দিয়ে আসছিলেন।
যার মালিক স্থানীয় ডিস ক্যাবল ব্যবসায়ী রাইসুল ইসলাম রয়েল। এলাকায় এককভাবে ক্যাবল লাইন থাকাকালীন সময়ে কোন ধরণের  ক্যাবল লাইন চুরি কিংবা কেটে ফেলার ঘটনা ঘটেনি।
তবে গেল বছর নতুন করে স্থানীয় বাসিন্দা সাজু মিয়া ক্যাবল ব্যবসা শুরু করলে এধরণের ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে দাবী করেন এলাকাবাসী আর চরম ভোগান্তীতে পড়েছে গ্রাহকরা।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.