রংপুর প্রতিনিধি:সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আগামী নির্বাচনকালে বিরোধী প্রার্থীরা নিরাপদে প্রচারণা করতে পারবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একই সাথে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেয়ার প্রস্তুতিও এখনও তৈরি হয়নি বলে দাবি করেন তিনি।
শনিবার সন্ধায় রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আশা প্রকাশ করেন, দেশের রাজনৈতিক দলগুলো আন্তরিকতা আর প্রশাসন সিরিয়াস হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে এবিষয়ে কার্যকরী ভূমিকা রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনীতিক দলগুলোর দ্বিমত রয়েছে। তবে যেসকল বিষয়ে একমত পোষণ হয়েছে সেগুলো ঝুলে না রেখে দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান ব্যারিস্টার ফুয়াদ।
এসময় উত্তরের তিস্তা মহা পরিকল্পনা নিয়ে বিগত সময়গুলোতে ভারতের দ্বীমুখি আচারণের করার সমালোচনা করে বলেন, তিস্তা ইস্যুতে আর আমরা প্রতিবেশি দেশকে বিশ্বাস করতে পারছিনা। তাই স্বল্প ঋণের সুদে চীনের সাথে পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করার দাবি করেন ফুয়াদ।
মতবিনিময়ে এবি পার্টির রংপুর অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.