রংপুরে আর্ন্তজাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে শোভাযাত্রা

রংপুর ব্যুরো:  র‌্যালি, আলোচনাসভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুর মহানগরীতে বুধবার পালিত হলো আর্ন্তজাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।

সকালে দিনটি উপলক্ষে রংপুর সেনানিবাসের ভেতরে ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেনারেল অফিসার কমান্ডিং, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এর মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত ডি আইজি বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামূল কবির প্রমুখ।

আলোচনা সভায় সেনাবাহিনী, বিমান বাহিনী ও পুলিশ এর যে সকল সদস্য জাতিসংঘের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব পালনকালে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সকলের প্রতি সম্মান প্রদর্শন, পায়রা অবমুক্ত করণ, নিরাবতা পালন করা হয় । এতে উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। #

 

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.