রংপুর প্রতিনিধি: ‘শ্রমিক মালিক এক হয়ে গরবো এদেশ নতুন করে’ এই প্রতিবাদে রংপুরেও নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (০১ মে) সকালে বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের স্বার্থ সুরক্ষার ব্যানার ফেস্টুন প্লাকাড হাতে নিয়ে সমবেত হন নগরীর কাছারি বাজারে।
শহরের বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানার নিয়ে শ্রমিকেরা সমবেত হন টাউন হল চত্বরে। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা শিল্পকলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সালসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় দিবসের চেতনাকে বাস্তবায়ন করতে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি মালিক-শ্রমিক সুসম্পর্ক, রংপুর অঞ্চলের শ্রম আদালত প্রতিষ্ঠা ও কর্মক্ষেত্রে স্বার্থ সুরক্ষাসহ নানা দাবি তোলেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিপ্লব পরবর্তী সময়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকার ও বদ্ধপরিকর এমন আশার কথা বিভাগীয় প্রশাসনের।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.