রংপুরে আইসিএবি’র শাখা উদ্বোধন (ভিডিও)

রংপুর প্রতিনিধি: রংপুরে ইনস্টিটিউট অফ চাটার্ড এ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) আঞ্চলিক শাখার উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ রবিবার (১৪ আগস্ট) দুপুরে নগরীর হাজীপাড়ায় অবস্থিত আইসিএবি অস্থায়ী ইন্সটিটিউটের ভবন উদ্বোধন করেন তিনি। এর আগে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, চাটার্ড এ্যাকাউন্টস বাংলাদেশের শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত দেখাচ্ছে।
বর্তমানে বর্হিবিশ্বেও উচ্চতর দক্ষতাসম্পন্ন চার্টার্ড একাউন্ট্যান্টের প্রচুর চাহিদা রয়েছে। রংপুরে এর আঞ্চলিক শাখা হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান মন্ত্রী।
অনুষ্ঠানে আইসিএবি‘র প্রেসিডেন্ট শাহাদত হোসেন, ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া হক, প্রধান নির্বাহী শুভাশিষ বসুসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইসিএবি মূলত বাংলাদেশে পেশাজীবী হিসাববিজ্ঞানীদের জাতীয় সংস্থা। যা দেশের একমাত্র সনদপ্রাপ্ত হিসাববিজ্ঞানী উপাধি দেওয়ার অধিকার রাখে। প্রতিষ্ঠার দীর্ঘ পাঁচ দশক ধরে কাজ করা আইসিএবির চতুর্থ শাখা হিসেবে রংপুর আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হলো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.