যৌন হয়রানি সৌদি আরবে অপরাধ হিসেবে গণ্য হলো

 

বিটিসি নিউজ ডেস্ক: অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে সৌদি আরবে যৌন হয়রানিকে । কাউকে যৌন হয়রানি করলে ৫ বছরের কারাদণ্ড এবং ৩ লাখ রিয়াল বা ৮০ হাজার ডলার জরিমানার বিধান রাখা হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে এ সংক্রান্ত নীতি । মন্ত্রিসভায় প্রস্তাবটি ওঠার আগে সোমবার দেশটির উপদেষ্টা কমিটি শুরা কাউন্সিলে অনুমোদিত হয়।

এই নীতি এখন সৌদি রাজপ্রাসাদ ডিক্রি জারি করলে আইনে পরিণত হবে । এর ফলে কেউ কাউকে যৌন হয়রানি করলে তাকে শাস্তি পেতে হবে।শুরা কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামি আইনে একজন ব্যক্তিকে যে মর্যাদা এবং স্বাধীনতা দেওয়া হয়েছে তা রক্ষায় এই আইনটি করা হচ্ছে। একজন ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তাও রক্ষা পাবে।

কট্টরপন্থী সমাজে আধুনিকতার ছোঁয়া দিতে চাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে দেন এবং ফ্যাশন শো’রও আয়োজন করেন। নারীদের মাঠে খেলা দেখারও অনুমতি দেন সৌদি যুবরাজ। তিনি দেশের অর্থনীতিকে কেবল তেল নির্ভরতা থেকে বাঁচাতে অর্থনৈতিক বিভিন্ন কৌশলও গ্রহণ করছেন। দেশটিতে বিনোদন পার্কেরও উদ্বোধন করা হয়েছে।সূত্র- রয়টার্স।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.