যে তিনটি জিনিস নতুন বছরে চান মিমি চক্রবর্তী

বিটিসি নিউজ ডেস্কবছরের প্রথম দিনে প্রিয়জনদের সঙ্গে সেলিব্রেশনে ব্যস্ত অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে এর মধ্যেই অনুরাগীদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

সেখানে তিনি বিশেষ তিনটি জিনিস চেয়েছেন। জানেন তা কী?

না! ঠিক চেয়েছেন এমন নয়। বরং বিশেষ তিনটি জিনিসের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। আর তা হল ‘শান্তি, ভালবাসা এবং হাসি’। সকলে এই তিনটি জিনিস নিয়ে সেলিব্রেট করুক, তিনি যেমন চান। তেমনই নিজের জীবনেও শান্তি, ভালবাসা এবং হাসি আরও বেশি করে নিয়ে আসতে চান।

২০১৮-এ মিমির তিনটি ছবি মুক্তি পেয়েছিল। ‘ভিলেন’, ‘ক্রিসক্রস’ এবং ‘টোটাল দাদাগিরি’। বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’-এ মিমির অভিনয় পছন্দ করেছিলেন বড় অংশের দর্শক। ২০১৯-এ নায়িকার ক্যারিয়ারে আরও নতুন কোন কোন ছবি যুক্ত হয়, সে দিকেই তাকিয়ে রয়েছেন অনুরাগীরা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.