যে কারণে ২৫ জুলাই শপথ নেন ভারতের রাষ্ট্রপতিরা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাস গড়ে ভারতের প্রথম আদিবাসী নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। সোমবার (২৫ জুলাই) সকাল সোয়া ১০টায় ভারতের ১৫তম প্রসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।
১৯৭৭ সাল থেকেই ২৫ জুলাই রাষ্ট্রপতি পদে শপথগ্রহণ শুরু হয়েছে। এর আগে একই তারিখে রামনাথ কোবিন্দ, প্রণব মুখার্জি, প্রতিভা পাতিল, এ পি জে আবদুল কালামসহ অনেকেই রাষ্ট্রপতি পদে এই তারিখেই শপথগ্রহণ করছিলেন। কিন্তু এই দিনই কেন রাষ্ট্রপতির শপথগ্রহণ হয়?
তথ্য মতে, ১৯৭৭ সালের ২৫ জুলাই ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন নীলম সঞ্জীব রেড্ডি। এরপর থেকে সব রাষ্ট্রপতিরাই ২৫ জুলাই শপথগ্রহণ করে আসছেন। কারণ, পূর্ণ মেয়াদ পর্যন্ত রাষ্ট্রপতি থাকায় ২৪ জুলাই তাদের মিয়াদ শেষ হয়। এ কারণে ২৫ জুলাই পরবর্তী রাষ্ট্রপতি শপথগ্রহণ করেন বিগত সাড়ে চার দশক ধরে।
১৯৫০ সালের ২৬ জুন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন ড. রাজেন্দ্র প্রসাদ। তিনি ১৯৬২ সালের ১৩ মে পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি। (সূত্র: হিন্দুস্তান টাইমস ও জি নিউজ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.