যে কারণে ‘বিশ্বকাপ জিততে পারে আফগানিস্তান’

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে একদমই ভালো করতে পারেনি আফগানিস্তান। ৯ ম্যাচের নয়টিতেই হেরে ছিল পয়েন্ট তালিকার একদম তলানিতে। তবে ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে নিতে পারে আফগানরা। এমন ভবিষ্যদ্বাণী সাবেক ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ানের।
আইপিএলে গুজরাট লায়ন্সের হয়ে খেলছেন আফগানিস্তানের দুই লেগ স্পিনার রশিদ খান ও নুর আহমেদ। রশিদ খান তো আগে থেকেই, এই মৌসুমে প্রতিপক্ষ শিবিরে ত্রাস ছড়িয়েছেন ১৮ বছরের নুর। এরইমধ্যে দুজনে মিলে সংগ্রহ করেছেন ৩০টি উইকেট। গ্রায়েম সোয়ানের বাজির ঘোড়া এই দুজনই। তার মতে, রশিদ ও নুর যদি তাদের আইপিএলের ফর্ম বিশ্বকাপে নিয়ে যেতে পারে তাহলে শিরোপা জয়ের সম্ভাবনা আছে আফগানিস্তানের। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
জিও সিনেমাকে দেয়া আইপিএল এক্সপার্ট অপিনিয়নে সোয়ান বলেছেন, ‘ভারতে ভালো ভালো এত বেশি রিস্ট স্পিনার (কব্জি ব্যবহার করে স্পিন) আছে, তাতে অন্য যেকোনো দেশ ঈর্ষা করবে। একমাত্র আফগানিস্তানের ঈর্ষা করা উচিত নয়। সম্ভবত বর্তমান বিশ্বের সেরা দুই বোলার (আফগানিস্তানের) রশিদ খান ও নুর আহমেদ। তারা যদি এভাবে ফর্ম ধরে রাখতে পারে তাহলে বিশ্বকাপ জিততে পারে আফগানিস্তান।’
টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আফগানিস্তানের হয়ে এরইমধ্যে অভিষেক হয়েছে নুরের। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন নুর। আর বিশ্ব ক্রিকেটে রশিদ খান তো প্রতিষ্ঠিত নামই। দেশের হয়ে এ পর্যন্ত ৫টি টেস্ট, ৮৬টি ওয়ানডে ও ৮০টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন রশিদ। সব ফরম্যাট মিলিয়ে এই লেগ স্পিনারের সংগ্রহে আছে ৩২৬ উইকেট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.