যে কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রণব-পুত্র অভিজিৎ

(যে কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রণব-পুত্র অভিজিৎ–ছবি: প্রতিনিধির)
বিশেষ (কলকাতা) প্রতিনিধি: শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগ দিলেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে প্রাক্তন কংগ্রেস সংসদ সদস্য অভিজিৎ। আজ সোমবার (০৫ জুলাই) বিকালে তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিক ভাবে জোড়াফুল শিবিরে যোগ দেন তিনি। 
তৃণমূলে যোগ দেওয়ার ‘কারণ’ ব্যাখ্যা করতে গিয়ে অভিজিৎ বলেন, ‘বিধানসভা ভোটে মমতা ব্যানার্জি প্রমাণ করেছেন তিনি বিজেপিকে রুখতে পারেন। আমার বিশ্বাস আগামী লোকসভা ভোটেও তিনি তা পারবেন।’
কংগ্রেসের টিকিটে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে দু’বার সংসদ সদস্য হয়েছিলেন অভিজিৎ। তার আগে হয়েছিলেন বীরভূমের নলহাটির বিধায়ক।
অভিজিৎ আজ সোমবার (০৫ জুলাই) সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি এখন শুধুই প্রাক্তন। কোনো পদ আমার নেই।’
পাশাপাশি, প্রণব-পুত্র বলেন, ‘বাবা আমাকে কখনোই কংগ্রেসে যোগ দিতে বলেননি। আমার নিজস্ব সিদ্ধান্তে রাজনীতিতে এসেছিলাম।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.