যেদিকে তাকাবেন সেদিকেই উন্নয়ন আর উন্নয়ন : কৃষিমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: শেখ হাসিনার সরকারের যেদিকে তাকাবেন সেদিকেই উন্নয়ন আর উন্নয়ন। পদ্মা সেতু সরকার বিরোধী সব ষড়যন্ত্রের জবাব। মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ দেশের নানান প্রান্তে নির্মিত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো কয়েক বছরের মধ্যেই দেশকে বদলে দেবে।
শনিবার (১৮ জুন) সকালে প্রবীণ প্রকৌশলীদের সংবর্ধনা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এ মন্তব্য করেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) উদ্যোগে সংগঠনটির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব ষড়যন্ত্র সফলতার সঙ্গে মোকাবিলা করেছেন। ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হবে সব ষড়যন্ত্রের মুখ্য জবাব। বাঙালি জাতির অহংকারের মতো আরেকটি বিষয় হলো পদ্মা সেতু। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও আইইবির সাবেক সভাপতি মো. আবদুস সবুর, আইইবির বর্তমান সভাপতি মো. নূরুল হুদা, সহ-সভাপতি (এইচআরডি) মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন (শীবলু) প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন আইইবির সাবেক সভাপতি ও পদ্মা সেতু তৈরির বিশেষজ্ঞ কারিগরি কমিটির প্রধান অধ্যাপক ড. এম. শামীম-উজ-জামান বসুনিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোল্লা মোহাম্মদ আবুল হোসেন। সঞ্চালনায় ছিলেন আইইবি, ঢাকা কেন্দ্রের সম্পাদক কাজী খায়রুল বাশার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.