যুবলীগের ৭৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, ১০ জন গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধিলক্ষ্মীপুরে পুলিশ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৫ জন নেতার নাম উল্লেখ করে যুবলীগের ৭৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকালে আটককৃত ১০জন যুবলীগ নেতাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সদর থানার এসআই আব্দুল আলীম বাদী হয়ে পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রুপমকে প্রধান আসামি করে থানায় এ মামলা করেন।

পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুরে সদর হাসপাতালে চিকিৎসারত এক যুবকের ওপর হামলাকে কেন্দ্র করে পুলিশ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জন ও পরে বিশেষ অভিযানে আরো ৪ জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা করে পুলিশ।

এ মামলায় আরো আসামি করা হয়েছে সদর উপজেলা পশ্চিম যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক, যুবলীগ নেতা ইকবাল হোসেন, মিজানুর রহমান, সাইফ উদ্দিন আফলু, আলী আজগরসহ ২৫ জন নেতাকে। অজ্ঞাত আরো ৫০ জনকে আসামি করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.