যুবক আলামীনের ৩টি গ্রামের হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ

ক্রাইম (পাবনা) রিপোর্টার: উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়কলিভার গ্রামে জন্ম নেয়া এই যুবকটি আইন বিষয়ে লেখাপড়া শেষ করে। সরকারি কোন চাকরি পায়নি। ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন। সে এই বৈশ্বিক মহামারী করোনায় বেশ কয়মাস আগে গ্রামের বাড়ি ফিরে আসে।

দিন মজুর খেটে খাওয়া হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে ,আশপাশের ৩টি গ্রামের মানুষের মাঝে ১০০ পরিবারকে সহায়তা হিসাবে খাদ্য সামগ্রী তুলে দেন। এতে করে ঐ গ্রামের হতদরিদ্র মানুষ গুলো তার প্রশংসা করেছেন।

তারা আরও জানিয়েছেন, সরকারের পাশাপাশি যদি গহীন গ্রামে বসবাসকারী বিক্তশালী মানুষ যদি এভাবে এগিয়ে আসে তাহলে গ্রামে খেটে খাওয়া মানুষগুলো এই মহামারী করোনায় কেউ না খেয়ে মারা যাবেনা।

তারা আরও জানান, সরকার যেভাবে ত্রান সামগ্রী দিচ্ছে কিছু লুটেরা চেয়ারম্যান ও মেম্বার লুটপাট করে কেউ কেউ জেলহাজত বাস করছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (পাবনা) রিপোর্টার মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.