যুদ্ধের মধ্যে রাশিয়া-ইউক্রেনের সবচেয়ে বড় বন্দি বিনিময়

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের মধ্যে বন্দি বিনিময়ের বড় পদক্ষেপ নিয়েছে রাশিয়া-ইউক্রেন। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতেই নতুন বছরের শুরুতে তারা সবচেয়ে বড় বন্দি বিনিময় করেছে। বুধবার (০৩ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বছরের শুরুতে শত শত বন্দি বিনিময় করেছে উভয় দেশ। এর মধ্যে ইউক্রেনের ২৩০ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ২৪৮ সেনাকে মুক্তি দিয়েছে ইউক্রেন। সংযুক্ত আরব আমিরাত দুই দেশের মধ্যকার এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে।
দুই দেশের মধ্যকার যুদ্ধ পরিস্থিতিতে বেশ কয়েকবার বন্দি বিনিময় হয়েছিল। তবে গত বছরের শেষার্ধে এ প্রক্রিয়া থমকে যায়। প্রায় পাঁচ মাস পর দুদেশের মধ্যে আবার বন্দি বিনিময় হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে এক বার্তায় বলেন, রাশিয়ার বন্দিশালা থেকে দুই শতাধিক ইউক্রেনীয় মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয়ই রয়েছেন।
ইউক্রেনের মানবাধিকারের ন্যায়পাল দিমিত্রি লুবিনেটস বলেন, ২৩০ ইউক্রেনীয়কে মুক্তি দিয়েছে রাশিয়া। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ছয়জন বেসামরিক লোক রয়েছেন। এটি দুদেশের মধ্যকার ৪৯তম বন্দি বিনিময়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন রাশিয়ার ২৪৮ বন্দিকে মুক্তি দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় জটিল আলোচনার মাধ্যমে সমঝোতায় এ বন্দি বিনিময় করা হয়েছে। তবে কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.