যুদ্ধের বিরোধিতা করায় রাশিয়ায় এক রাজনীতিক আটক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরোধিতাকারী এক রাজনীতিককে আটক করেছে মস্কো পুলিশ। বিবিসি জানিয়েছে, ইলিয়া ইয়াশিন নামের ওই রাজনীতিক একটি পৌরসভার ডেপুটি। রাশিয়ায় প্রকাশ্যে যুদ্ধের বিরোধিতাকারী যে গুটিকয়েক রাজনীতিবিদ রয়েছেন, ইলিয়া তাদের একজন।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, মস্কোর একটি পার্কে সাংবাদিক বন্ধু ইরিনা ব্যাবলোয়ানের সঙ্গে পায়চারি করার সময় ইলিয়াকে হেফাজতে নেয় পুলিশ।
ইরিনা ব্যাবলোয়ান সংবাদমাধ্যম তাসকে জানিয়েছেন, ইলিয়াকে মস্কোর লুজনিকি এলাকার একটি আটককেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
গত মাসেই ইলিয়ার বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীকে অসম্মান করার অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে ইলিয়া ইয়াশিন বলেছিলেন, তিনি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সমালোচনা থেকে সরে আসবেন না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.