যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে রাশিয়া : যুক্তরাষ্ট্র

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছেন, আমরা আগেও বলেছি এবং আবারও বলব কথার চেয়ে পদক্ষেপ বেশি কাজ করে। রাশিয়া যদি আলোচনার জন্য প্রস্তুত তাহলে তাদের উচিত ইউক্রেনে বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করা। একইসঙ্গে ইউক্রেন থেকে তাদের বাহিনী সরিয়ে নেওয়া। আজ রোববার আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, ক্রেমলিন এই যুদ্ধের তীব্রতা বাড়িয়ে চলেছে। ক্রেমলিন ইউক্রেনে তার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর আগে থেকেই আলোচনায় যুক্ত হতে তার অনিচ্ছা প্রদর্শন করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৫৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। অল্প কয়েক দিনের মধ্যে কিয়েভ দখল করে সেখানে পুতুল সরকার বসানোর বাসনা নিয়ে পুতিন যে যুদ্ধ শুরু করেছিলেন তা এখন পর্যন্ত অধরা। উল্টো ইউক্রেন যুদ্ধে দেশটির ব্যর্থতা ক্রমেই প্রকাশ পাচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.