BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা ইসরাইলের

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা ইসরাইলের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও উত্তর গাজায় বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইল জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় তাদের বাহিনী ‘ইয়েলো লাইন’-এর কাছে কয়েকজনকে জড়ো হতে দেখে এবং তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে।

তথাকথিত এই ‘ইয়েলো লাইন’ হলো গাজার ভেতরে ইসরাইলের নির্ধারণ করে দেয়া একটি সীমারেখা।

বিবৃতিতে আরও দাবি করা হয়, ওই সীমারেখা অতিক্রম করে তিনজন ইসরাইলি বাহিনীর দিকে এগিয়ে আসে এবং উত্তর গাজার অন্য এলাকায়ও একই ধরনের আরও দুটি ঘটনা ঘটে।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তিনটি ঘটনাতেই ‘হুমকি দূর করতে’ বিমান হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া, আল জাজিরা স্বাধীনভাবে ইসরাইলি সেনাবাহিনীর দাবিগুলো যাচাই করতে পারেনি।

প্রতিবেদন অনুসারে, গাজায় সংঘর্ষ বন্ধের লক্ষ্যে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও বিমান হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি এবং মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ইসরাইলের ধারাবাহিক সামরিক কর্মকাণ্ড এই যুদ্ধবিরতিকে ক্ষতিগ্রস্ত করছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ