BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরাইলের হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৯১

যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরাইলের হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৯১

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ২৪ জন শিশুও রয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত হামলায় নিহতের এই সংখ্যা দাঁড়ায়, যা চিকিৎসকদের মতে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

বুধবার গাজার চিকিৎসা কর্মকর্তারা জানান, ইসরাইলি বাহিনী বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়স্থল, যানবাহন এবং তাঁবুতে এবং তথাকথিত ‘ইয়েলো লাইন’ জোনের মধ্যে অবস্থিত একটি হাসপাতালে হামলা চালিয়ে আরও ২৮ জনকে হত্যা করে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার মধ্যাঞ্চলে ইসরাইলি হামলায় কমপক্ষে ৪২ জন, উত্তর গাজায় ৩১ জন এবং দক্ষিণ গাজায় ১৮ জন নিহত হয়েছেন।
 
এদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস এক বিবৃতিতে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। যা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২০-দফা পরিকল্পনার অধীনে ১০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। 
 
এই চুক্তির লক্ষ্য হল উপত্যকাকে স্থিতিশীল করা, যুদ্ধবিধ্বস্ত এলাকা পুনর্নির্মাণ করা এবং হামাসের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই একটি নতুন শাসন কাঠামো প্রতিষ্ঠা করা।

যুদ্ধবিরতি সত্ত্বেও, একজন ইসরাইলি সৈন্যের মৃত্যুর খবরের পর, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ‘শক্তিশালী আক্রমণ’ করার নির্দেশ দেন। এরপর কয়েক দফা হামলা চালায় ইসরাইলের সেনাবাহিনী।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইসরাইলের হামলা অব্যাহত থাকা সত্ত্বেও যুদ্ধবিরতি ‘ঝুঁকির মধ্যে নেই’।
 
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধে ৬৮,৫০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১,৭০,০০০ জনেরও বেশি আহত হয়েছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, এটা প্রতারণা : মির্জা ফখরুল রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে জাটকা ইলিশসহ কারেন্ট জাল আটক রাজশাহীতে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়নে কৃষির প্রতি মনোযোগ দিয়েছিলেন : মিলন মোরেলগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ চীনের সঙ্গে আসিয়ান জোটের বাণিজ্য চুক্তি কী বার্তা দিল যুক্তরাষ্ট্রকে তেলাপিয়া মাছ খেলে কি সত্যিই বিপদ? সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় নিশ্চিত করেছে সরকার : ধর্ম উপদেষ্টা নির্বাচন নাকি জুলাই সনদ কোনটি বেশি জরুরি, জানালেন তাহের