বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ২৪ জন শিশুও রয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত হামলায় নিহতের এই সংখ্যা দাঁড়ায়, যা চিকিৎসকদের মতে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
বুধবার গাজার চিকিৎসা কর্মকর্তারা জানান, ইসরাইলি বাহিনী বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়স্থল, যানবাহন এবং তাঁবুতে এবং তথাকথিত ‘ইয়েলো লাইন’ জোনের মধ্যে অবস্থিত একটি হাসপাতালে হামলা চালিয়ে আরও ২৮ জনকে হত্যা করে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার মধ্যাঞ্চলে ইসরাইলি হামলায় কমপক্ষে ৪২ জন, উত্তর গাজায় ৩১ জন এবং দক্ষিণ গাজায় ১৮ জন নিহত হয়েছেন।
এদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস এক বিবৃতিতে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। যা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২০-দফা পরিকল্পনার অধীনে ১০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
এই চুক্তির লক্ষ্য হল উপত্যকাকে স্থিতিশীল করা, যুদ্ধবিধ্বস্ত এলাকা পুনর্নির্মাণ করা এবং হামাসের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই একটি নতুন শাসন কাঠামো প্রতিষ্ঠা করা।
যুদ্ধবিরতি সত্ত্বেও, একজন ইসরাইলি সৈন্যের মৃত্যুর খবরের পর, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ‘শক্তিশালী আক্রমণ’ করার নির্দেশ দেন। এরপর কয়েক দফা হামলা চালায় ইসরাইলের সেনাবাহিনী।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইসরাইলের হামলা অব্যাহত থাকা সত্ত্বেও যুদ্ধবিরতি ‘ঝুঁকির মধ্যে নেই’।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধে ৬৮,৫০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১,৭০,০০০ জনেরও বেশি আহত হয়েছেন। #

















