যুক্তরাষ্ট্র-জাতিসংঘের কাছে সৈন্য পাঠানোর অনুরোধ হাইতির

(যুক্তরাষ্ট্র-জাতিসংঘের কাছে সৈন্য পাঠানোর অনুরোধ হাইতির–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে ওয়াশিংটন ও জাতিসংঘের কাছে সৈন্য পাঠানোর অনুরোধ জানিয়েছে হাইতি। প্রেসিডেন্ট জোভানাল মইসি সন্ত্রাসী হামলায় নিজ বাসভবনে নিহত হওয়ার পর তারা এ অনুরোধ জানালো।
গতকাল শুক্রবার (০৯ জুলাই) সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এ কথা জানিয়েছেন।
হাইতির নির্বাচন বিষয়ক মন্ত্রী মথিয়াস পিরি এএফপি’কে বলেন, মইসি বুধবার নিহত হওয়ার পর আমরা ধারণা করছি যে ভাড়াটে বিদেশি সৈন্যরা দেশে বিশৃংখলা সৃষ্টি করতে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হতে পারে।
তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাথে কথা বলার সময় আমরা এই অনুরোধ জানিয়েছি।
দেশেটির বিভিন্ন স্থল ও নৌবন্দর, বিমানবন্দর এবং কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। তাই এসব অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা চেয়েছে দেশটি। (সূত্র: এএফপি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.