যুক্তরাষ্ট্রে ২৫ কোটি মৌমাছির পলায়ন, সতর্কতা জারি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে উল্টে পড়া একটি ট্রাক থেকে আনুমানিক ২৫ কোটি মৌমাছি পালিয়ে গেছে। ওয়াশিংটন রাজ্যে এ ঘটনার পর কর্তৃপক্ষ হুল ফোটানো এই পতঙ্গের ঝাঁক থেকে লোকজনকে দূরে রাখতে সতর্কতা জারি করেছে।
শুক্রবার কানাডা সীমান্তের কাছে একটি সড়কে ৭০ হাজার পাউন্ড ওজনের সক্রিয় মৌচাকবাহী ওই ট্রাকটি দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি মোকাবেলায় জরুরি বিভাগের কর্মকর্তারা একাধিক অভিজ্ঞ মৌচাষীর সহায়তা নেন। “লক্ষ্য হচ্ছে যত বেশি সংখ্যক মৌমাছিকে বাঁচানো যায়,”বলেছে হোয়াটকম কাউন্টি শেরিফের কার্যালয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ‘উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত’ সড়কের যেখানে দুর্ঘটনা হয়েছে, সেটি বন্ধ থাকবে। ২৫ কোটি মৌমাছি এখন মুক্ত। মৌমাছি পালানো এবং ঝাঁক বেধে ঘুরে বেড়ানোর সম্ভাবনা থাকায় এলাকাটি এড়িয়ে চলুন,” লিখেছেন হোয়াটকম কাউন্টির শেরিফ।
বাক্সের চাকে মৌমাছিদের ফেরাতে পুলিশকে মৌচাষীরা সহায়তা করছেন বলে জানিয়েছে হোয়াটকম কাউন্টি শেরিফের কার্যালয়।
তিারা বলছে, ‘মৌমাছিদের চাকে ফেরাতে ও রানি মৌমাছিকে খুঁজে বের করার সুযোগ দিতে পরিকল্পনা করা হয়েছে। এটা পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হওয়া উচিত।’
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেক পোস্টে পুলিশ ‘মৌচাষীদের’ ধন্যবাদ জানিয়ে বলেছে, দুর্ঘটনার পর দুই ডজনের বেশি মৌচাষী মৌমাছিদের উদ্ধার কার্যক্রমে সহায়তায় এগিয়ে আসেন।
পুলিশের শেয়ার করা এক ভিডিওতে উল্টে পড়া লরির আশপাশে ঝাঁকে ঝাঁকে মৌমাছিকে উড়ে বেড়াতে দেখা গেছে।
মৌচাষীদের অনেকে মধু উৎপাদন করলেও কেউ কেউ আবার তাদের চাক কৃষকদের কাছে ভাড়া দেন। ফসলের পরাগায়নে অনেকেই এভাবে মৌমাছিকে কাজে লাগান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.