যুক্তরাষ্ট্রে সংগীত উৎসবে ‘পদদলিত’ হয়ে নিহত-৮

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুইদিনব্যাপী সংগীত উৎসবের প্রথম দিনের রাতে পদদলিত হয়ে অন্তত আট জনের মৃত্যু হয়েছে।হিউস্টন শহরের অগ্নি ব্যবস্থাপনা বিভাগের প্রধানের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
খবরে বলা হয়, অ্যাসট্রোওয়ার্ল্ড ফেস্টিভ্যালের প্রথম রাত গতকাল শুক্রবার (০৫ নভেম্বর) র‌্যাপার ট্রাভিস স্কট যখন গান করছিলেন তখন এ দুর্ঘটনা ঘটে। ট্রাভিস ২০১৮ সালে এ উৎসব চালু করেছিলেন।
হিউস্টনে অগ্নি ব্যবস্থাপনা বিভাগের প্রধান স্যামুয়েল পেনা বলেন, আমরা আটজনের মৃত্যুর খবর পেয়েছি। জেনেছি আরও বহু মানুষ আহত হয়েছেন।  তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি।  ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে অনেককে সেবা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ বলছে, তারা ঘটনার ছবি ও ভিডিও বিশ্লেষণ করে দেখছে।
এ সংগীত উৎসব হয় দুই রাতে। প্রথম রাতের দুর্ঘটনার কারণে পরবর্তী রাতের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। উৎসবে প্রায় ৫০ হাজারের মতো মানুষ অংশ নিয়েছিল। #

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.