যুক্তরাষ্ট্রে ষষ্ঠ দিনের মত চলছে আংশিক অচলাবস্থা

বিটিসি নিউজ ডেস্কষষ্ঠ দিনের মত যুক্তরাষ্ট্রে চলছে আংশিক অচলাবস্থা। সীমান্তে অর্থ দেয়া হবে কিনা তা নিয়েই এ অচল অবস্থার সৃষ্টি। এর কারণে কয়েক হাজার কর্মচারী বিনা বেতনে রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার কংগ্রেসের বৈঠকে সমঝোতা না হওয়ায় আগামী সপ্তাহেও এমন পরিস্থিতি বিরাজ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। সীমান্ত প্রাচীর তৈরির জন্য ট্রাম্প, ৫৭০ কোটি মার্কিন ডলার দাবি করলেও তা দিতে নারাজ ডেমোক্র্যাট শিবির।

আগামী ৩ জানুয়ারি কংগ্রেসের পরবর্তী অধিবেশনে এ বিষয়ে সুরাহার আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, সময়ানুযায়ী তহবিল বরাদ্দ না হওয়ায় গত শনিবার মার্কিন কেন্দ্রীয় সরকারের ১৫টি বিভাগের মধ্যে নয়টির কার্যক্রম আংশিক বন্ধ হয়ে যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.