যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত-৪

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর বেপরোয়া গুলিবর্ষণে ৪ জন নিহত ও অপর ৪ জন আহত হয়েছেন। এটি ছিল দেশটির বন্দুক হামলার সর্বশেষ ঘটনা। সোমবার রাতে ফিলাডেলফিয়ায় পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়।
ফিলাডেলফিয়া পুলিশের মুখপাত্র মিগুয়েল টোরেস নিশ্চিত করেছেন, বন্দুকধারীর হামালায় হতাহতের বেশ কয়েকজন হতে পারে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাননি।
ফিলাডেলফিয়া এনকোয়ারার, সিএনএন ও অন্যান্য নিউজ আউটলেটগুলো জানিয়েছে, নগরীর পূর্বাঞ্চলের কিংসেসিং পাড়ায় গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
এনকোয়ারার জানায়, গুলিবিদ্ধদের মধ্যে অন্তত দুই কিশোর ছিল।
সংবাদপত্রটি বলেছে, পুলিশ বুলেট-প্রুফ ভেস্ট পরিহিত একজনকে আটক করেছে এবং একটি রাইফেল, একটি হ্যান্ডগান এবং গোলাবারুদের অতিরিক্ত ম্যাগজিন উদ্ধার করেছে।
সংবাদপত্রে বিভিন্ন স্থানে লোকজনকে গুলি করা হয়েছে উল্লেখ করে হতাহতের বিশদ বিবরণ তুলে ধরেছে।
আর্কাইভ অনুসারে আমেরিকায় এখন পর্যন্ত ৩৩৯টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.