যুক্তরাষ্ট্রে পাচারকৃত ছত্রাকে ঘটতে পারে করোনার চেয়েও ‘ভয়াবহ কিছু’!
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিষাক্ত ছত্রাক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুই চীনা বিজ্ঞানী। এবার এই বিষাক্ত ছত্রাক নিয়ে সতর্ক করেছেন গর্ডন জি চ্যাং নামে চীন-বিষয়ক একজন শীর্ষস্থানীয় মার্কিন বিশেষজ্ঞ।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এখনই সতর্ক না হয়, তাহলে করোনাভাইরাসের চেয়েও ‘ভয়াবহ কিছু’ ঘটতে পারে।
শনিবার (৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, ইউনকিং জিয়ান এবং জুনিয়ং লিউ নামে দুজন চীনা গবেষক, ‘ফুসারিয়াম গ্রামিনিয়ারাম’ নামক একটি ছত্রাক যুক্তরাষ্ট্রে পাচারের ‘ষড়যন্ত্র’ করেছিলেন বলে অভিযোগ রয়েছে, যা ‘মাথার ক্ষয়’ সৃষ্টি করে। এটি গম, বার্লি, ভুট্টা এবং ধানের একটি রোগ বলে উল্লেখ করা হয়েছে।
মার্কিন বিচার বিভাগ বলছে, বিজ্ঞানে এই ছত্রাককে ‘সম্ভাব্য কৃষি সন্ত্রাসবাদের অস্ত্র’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে এবং প্রতি বছর তা কোটি কোটি ডলারের ক্ষতি করে। এটি মানুষ ও গবাদি পশুর বমি, লিভারের ক্ষতি এবং প্রজনন ত্রুটি সৃষ্টি করে।
বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে চীনে এই ছত্রাকের ওপর কাজ করেছেন গ্রেপ্তার ওই যুগল।
মামলাটির প্রসঙ্গ টেনে চীনা-বিষয়ক শীর্ষ একজন মার্কিন বিশেষজ্ঞ গর্ডন জি চ্যাং ফক্স নিউজকে বলেন, এই দম্পতির এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। যুক্তরাষ্ট্র যদি চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে তারা হয়তো কোভিডের চেয়ে আরও খারাপ কিছুর শিকার হতে পারে।
প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারির নেপথ্যে থাকা নভেল করোনাভাইরাস (SARS-CoV-2)-এর উৎপত্তি নিয়েও বড় ধরনের বিতর্ক রয়েছে। কারণ, অনেক বিশেষজ্ঞেরই দাবি, চীনের একটি ল্যাবেই তৈরি করা হয়েছিল করোনাভাইরাস। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.