যুক্তরাষ্ট্রে একদিনে ২ শিক্ষা প্রতিষ্ঠানে গুলি, পুলিশসহ নিহত-৩

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী। এবার দেশটির ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি কলেজে গুলির ঘটনায় ক্যাম্পাসের দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
একই দিন মিনেসোটার একটি স্কুলে গুলির ঘটনায় নিহত হয়েছে এক শিক্ষার্থী। আরও একজন আহত হয়েছে।
আজ বুধবার (০২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এক টুইটে ভার্জিনিয়া পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারী একটি কলেজে দুই নিরাপত্তা কর্মকর্তাকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আলেক্সান্ডার ওয়াচ ক্যাম্পবেল নামে ২৭ বছর বয়সী এক যুবককে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়।
ওই কলেজের ২১ বছর বয়সী শিক্ষার্থী কেসি ট্রুসলো মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানান, ক্লাসরুম ভবনের বাইরে গুলির শব্দ শুনতে পেয়েছেন। দ্বিতীয় বার গুলির শব্দ হলে তারা সবাই মেঝেতে শুয়ে পড়েন। প্রায় ১ ঘণ্টার মতো তারা সেভাবেই ছিলেন। নিহত ২ পুলিশ কর্মকর্তার নাম জন পেইন্টার এবং জে. জে. জেফারসন বলে জানানো হয়েছে।
এদিকে, মিনেসোটার রিচফিল্ডে অপর একটি সহিংসার ঘটনা ঘটেছে যেখানে এক শিক্ষার্থী নিহত এবং অপর একজন আহত হয়েছে।
এই ঘটনার পর অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর বন্ধুরা তার মরদেহ শনাক্ত করেছেন। তারা জানিয়েছেন, ওই শিক্ষার্থীর নাম জামারি রাইস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.