যুক্তরাষ্ট্রে একই স্কুলের একই ক্লাস থেকে ২৩ জোড়া যমজ স্নাতক

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের নিডহামের পোলার্ড মিডল স্কুলে অষ্টম গ্রেড থেকে স্নাতক হয়েছেন ২৩ জোড়া যমজ। বুধবার (১২ জুন) মুভিং আপ নামের স্নাতক সমাপনী অনুষ্ঠান পর্বে এই ২৩ জোড়া যমজ সন্তানদের বিশেষভাবে সম্মানিত করে স্কুল কর্তৃপক্ষ।
পোলার্ড মিডল স্কুলের প্রধান শিক্ষক তামাথা বিবো। তিনি জানান, আমাদের স্কুলে প্রতি গ্রেডে সাড়ে চারশ থেকে পাঁচশ শিক্ষার্থী পড়াশোনা করে। এর মধ্য ৫ থেকে ১০ জোড়া যমজ সন্তান থাকে। কিন্তু এবারই প্রথম এতো বেশি সংখ্যক যমজ একই গ্রেডে পড়াশোনা করেছেন। আবার তারা একই সঙ্গে স্নাতকও হয়েছেন।
তামাথা আরও বলেন, এই যমজদের বেশিরভাগই একই রকম দেখতে। আবার অনেকেই রয়েছেন যাদের চেহারায় খুব বেশি মিল নেই। এই ২৩ জোড়া যমজ ছাড়াও আরও একটি যমজ ছাত্রী ছিল এই গ্রেডে। কিন্তু ওই যমজ দুই ভাই-বোনের মধ্যে ভাইটি ভিন্ন একটি স্কুলে পড়াশোনা করে।
মার্কিন জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান কেন্দ্রের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের মধ্যে প্রায় তিন শতাংশই যমজ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.