যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত

বিটিসি নিউজ ডেস্কযুক্তরাষ্ট্রের শিকাগোর একটি হাসপাতালে গোলাগুলির ঘটনায় হামলাকারীসহ চারজন নিহত হয়েছেন।

শিকাগোর মার্সি হাসাপাতালে স্থানীয় সময় সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর: বিবিসি।

নিহতদের মধ্যে একজন নারী চিকিৎসক ও হাসপাতালের নারী কর্মী রয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের মেয়র রাহম ইমানুয়েল।

পুলিশের মুখপাত্র জানান, গোলাগুলির সময় বন্দুকধারী নিহত হয়েছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

কর্তৃপক্ষ বলছে, বন্দুকধারী তার সঙ্গে সম্পর্ক থাকা এক নারীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকতে পারেন।

হামলার সময় হাসপাতালের গাড়ি পার্কিংয়ের জায়গায় ‘একাধিক গুলি’ শব্দ পাওয়া যায় বলে জানায় শিকাগো পুলিশ ডিপার্টমেন্ট।

পরে হামলাকারী গুলি করতে করতে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন বলে জানান হাসপাতালের ভেতরে অবস্থানরতরা।

দ্রুতই মার্সি হাসপাতাল থেকে মানুষজনকে বের করে নেয়া হয় এবং সশস্ত্র পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।

এ ঘটনার কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র দিয়ে ঘটানো সহিংসতা নির্মূল করার লক্ষ্যে একটি অনলাইন প্রচারণায় অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা পেশায় জড়িতরা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.