যুক্তরাষ্ট্রের মন্টানায় ট্রেন লাইনচ্যুত, নিহত অন্তত-৩

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মন্টানায় একটি এমট্র্যাক ট্রেন দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) ট্রেনটির অন্তত সাতটি বগি লাইনচ্যুত হয়। এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। দুর্ঘটনায় আহতের সংখ্যা এখনো জানা যায়নি।
প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড গভীর রাতে বলেছে, তারা ঘটনাটি তদন্ত করবে। লিবার্টি কাউন্টি শেরিফের অফিসের এক কর্মকর্তা বলেন, লাইনচ্যুত হওয়ার পরপরই ভেতরে আটকে থাকা লোকজনকে ট্রেন থেকে নামিয়ে আনা হয়েছে।
ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। এমট্র্যাক বলেছে, সিয়াটলগামী এম্পায়ার বিল্ডার ট্রেনে প্রায় ১৪৬ জন যাত্রী এবং ১৬ জন ক্রু ছিলেন। জপলিনের কাছে ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। দুটি লোকোমোটিভসহ ১০ বগির ট্রেনটি শিকাগো থেকে ছেড়েছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.