বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে ইউপিএসের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে তিনজন ক্রু সদস্য ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউপিএস ফ্লাইট ২৯৭৬ বিধ্বস্ত হয়। বিমানটি হোনোলুলুর উদ্দেশে যাচ্ছিল।
স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউএলকেওয়াই-এর সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি মাটিতে বিধ্বস্ত হওয়ার পরপরই একটি বিশাল আগুনের গোলা সৃষ্টি হয়।
ইউপিএস জানিয়েছে, তাদের একটি এমডি-১১ মডেলের বিমান দুর্ঘটনায় পড়েছে, তবে আহত বা নিহতের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। লুইসভিল মেট্রো পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং হতাহতের খবর পাওয়া গেছে।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, ‘লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান দুর্ঘটনার খবর পেয়েছি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। পাইলট ও ক্রু সদস্যদের জন্য প্রার্থনা করুন।’
এফএএ-এর তথ্য অনযায়ী, বিধ্বস্ত এমডি-১১ কার্গো বিমানটি ৩৪ বছরের পুরনো। তবে বিমানটির নির্মাতা বোয়িং এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। #

















