যুক্তরাষ্ট্র’র আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার ইডাহো অঙ্গরাজ্যের আকাশে দুইটি প্রাইভেট বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে। সংঘর্ষের পর দুইটি বিমানই একটি লেকের উপর ভেঙে পড়ে।

স্থানীয় সময় গতকাল রবিবার (০৫ জুলাই) দুপুর ২টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দ্য নিউইয়র্ক টাইমসের খবরে আরও বলা হয় স্থানীয় প্রসাশন জানিয়ছে এরইমধ্যে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

অপর ছয়জনের মৃতদেহ এখনও উদ্ধার না হলেও তারা সবাই প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে । উদ্ধার তল্লাশি চললেও স্থানীয় দুই বিমানের কেউই বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে।

এ ধরণের সংঘর্ষের পর কারো বেঁচে থাকার কথা নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাটি থেকে প্রায় ৮০০ ফুট উপরে বেশ গতিতেই উড়ছিল দুই টি বিমান।

শেষ মুহূর্তে বিমান চালকরা চেষ্টা করলেও গতি নিয়ন্ত্রণ করতে পারেননি।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বিমানের কেবিনের ভেতরে ঢুকে গিয়েছিল আরেকটির ডানা। ধাক্কা খেয়ে বিমান দুটি সোজা লেকের পানিতে ডুবে যায়। বিমান দুই টির ভেঙে যাওয়া বিভিন্ন অংশ লেকের পানিতে ভাসতে দেখা গেছে।

সংঘর্ষের কারণ খুঁজে বের করতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.