যুক্তরাজ্য ইউক্রেনকে ‘পোড়ামাটির বিরানভূমি’ বানাতে চায় : রাশিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া বলেছে, যুক্তরাজ্য ইউক্রেনকে ‘পোড়ামাটির বিরানভূমি’ বানাতে চায়। এ কারণেই সম্প্রতি তারা কিয়েভকে ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ সরবরাহ করার ঘোষণা দিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সোমবার এক টেলিগ্রামবার্তায় এ কথা বলেছেন।
মারিয়া জাখারোভা বলেন, তারা আলোচনায় বিশ্বাসী না। ইউরেনিয়ামসমৃদ্ধ অস্ত্র দিয়ে তারা শেষ পর্যন্ত ইউক্রেনকে চেরেনোবিলের মতো পরিত্যাক্ত ভূমিতে পরিণত করতে চায়।
তিনি আরও বলেন, এর মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে- যুক্তরাজ্য আসলে যুদ্ধ থামাতে চায় না বরং উসকানি দিয়ে যাচ্ছে ইউক্রেনকে।
উল্লেখ্য, মার্চের শেষের দিকে ইউক্রেনকে ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ সরবরাহ করার ঘোষণা দিয়েছে।
মূলত যুক্তরাজ্যের ওই ঘোষণার পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, প্রতিবেশী বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে মস্কো। (সূত্র: আনাদোলু)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.