যুক্তরাজ্যে শক্তিশালী ঝড় ‘আরওয়েন’র তাণ্ডব

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের কয়েকটি এলাকায় তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঝড় ‘আরওয়েন’। এতে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে এই ঝড়।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ মতে, ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার বেগে ঝড়টি আঘাত হানে। ঝড়ের তাণ্ডবে গাছপালা উপড়ে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ের পাশাপাশি কিছু এলাকায় প্রচণ্ড তুষারপাত হয়েছে। যার কারণে রাস্তাঘাটে অনেক গাড়ি আটকা পড়েছে।
ব্রিটেনের বিদ্যুৎসেবা বিভাগের তথ্য অনুযায়ী, ঝড়ের তাণ্ডবে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে স্কটল্যান্ড। সেখানকার ৭৫ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক এলাকায় ধ্বংসস্তুপের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। এমনকি রাস্তায় আটকা পড়া যানবাহনের ভেতরে অনেক চালক ঘুমিয়ে রাত কাটিয়ে দিয়েছেন। (সূত্র: বিবিসি-রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.