যুক্তরাজ্যে আন্তর্জাতিক যাত্রীদের পিসিআর টেস্ট বাধ্যতামূলক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে দুজনের মাঝে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর আন্তর্জাতিক যাত্রীদের জন্য পিসিআর টেস্ট বাধ্যতামূলক করেছে দেশটি।
গতকাল শনিবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রী বরিস জনসন তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিদেশি যাত্রীরা যুক্তরাজ্যে প্রবেশের পরপরই তাদের পিসিআর টেস্ট করা হবে এবং তাদের করোনা রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে।’
এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জোভেদ যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এ আক্রান্ত দুই ব্যক্তির শনাক্ত হওয়ার খবর জানান।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বরিস বলেন,‘দোকান, শপিং মল,গণপরিবহনে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। আগামী তিন সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।’
তিনি বলেন, ‘ওমিক্রন ভাইরাসে আক্রান্ত ওই দুই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন, তাদের নিজে থেকেই আইসোলেশনে থাকার জন্য বলা হচ্ছে।’
এই ওমিক্রন ভ্যারিয়েন্ট ভ্যাকসিনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে বলেও জানান বরিস।
প্রধানমন্ত্রী এটার বিস্তার রোধে পদক্ষেপ হিসেবে টিকার বুস্টার ডোজ ক্যাম্পেইনের ঘোষণা দেন।
ইতোমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলে।
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ভ্যারিয়েন্টটি সম্পর্কে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রথম জানানো হয়। শুক্রবার সংস্থাটি এটিকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ শ্রেণিভুক্ত করেছে।
গত শুক্রবার (২৬ নভেম্বর) যুক্তরাজ্য ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে এমন দেশগুলোর সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। এসব দেশের মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসেথো ও এসওয়াতিনি। (সূত্র: দি গার্ডিয়ান)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.