বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব বর্তমানে তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন।
টনি রাডাকিন গত বুধবার রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেওয়া এক বক্তৃতায় এই সতর্কবার্তা দিয়েছেন।
তিনি বলেছেন, বিশ্ব বদলে গেছে। বিশ্বের শক্তিধর দেশগুলোর অবস্থান বদলাচ্ছে। তৃতীয় পারমাণবিক যুগ এখন আমাদের ওপরে এসে পড়েছে।
রাডাকিন তার ভাষণে বলেন, শীতল যুদ্ধের সময়ে দেখা গেছে দু’টি পরাশক্তি পারমাণবিক নিরোধকের কারণে নিরাপদ দূরত্বে থেকেছে এবং অতীতের তিন দশক পারমাণবিক অস্ত্র সম্প্রসারণের উপর বিধিনিষেধ জারির আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই বিষয়টি আবদ্ধ ছিল, তবে বর্তমান যুগটি, সম্পুর্ণভাবে অনেক জটিল।
তিনি আরও বলেন, যুক্তরাজ্য ও এর পশ্চিমা মিত্ররা চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার বেপরোয়া হুমকি পাচ্ছে। পারমাণবিক অস্ত্রের হুমকি এবং মহড়া এখন আবারও বেশি বেড়ে গেছে।
আমরা তৃতীয় পারমাণবিক যুগের সূচনায় আছি। এটি একইসঙ্গে একাধিক উভয় সংকট দ্বারা সংজ্ঞায়িত যেখানে রয়েছে পরমাণুর সম্প্রসারণ এবং ব্যাহতকারী প্রযুক্তি এবং আগে যে নিরাপত্তা কাঠামো ছিল তার প্রায় সম্পুর্ণ অনুপস্থিতি, উল্লেখ করেছেন রাডাকিন।
তিনি ইউক্রেনের সীমান্ত বরাবর রাশিয়ার বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনকে এই বছরের সবচেয়ে অস্বাভাবিক ঘটনা বলে বর্ণনা করেছেন। সেইসঙ্গে সতর্ক করেছেন যে আরও সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.