যারা জাতীয় সঙ্গীত গায়, লালন সঙ্গীত শোনে তারা জঙ্গি হতে পারে না : মনিরুল ইসলাম

ঢাকা প্রতিনিধি: আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সহিংস উগ্রবাদবিরোধী যুব সংলাপ’ শীর্ষক এক অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, ‘যারা জাতীয় সঙ্গীত গায়, লালন-নজরুল সঙ্গীত শোনে, রবীন্দ্র পড়ে, তারা কখনও জঙ্গিবাদে জড়াতে পারে না।’

পুলিশ কর্মকর্তা বলেন, যারা জঙ্গিবাদে জড়িয়ে ভালোর পথে ফেরার চেষ্টা করেছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। যারা জঙ্গি অভিযানে নিহত হয়েছে তাদের পরিবারের সঙ্গেও আমরা কথা বলেছি।আসলে কেন তরুণরা জঙ্গিবাদে জড়ায়।

সংস্কৃতিমনা, স্পোর্টসম্যান কিংবা মননশীলরা কখনও জঙ্গিবাদে জড়ায় না বলেও মন্তব্য করেন মনিরুল।

তিনি আরও বলেন, জঙ্গিবাদে যুক্ত হওয়ার একক কোনো কারণ নেই। একেক দেশে একেক সমাজে ভিন্ন ভিন্ন কারণে তরুণরা জঙ্গিবাদে যুক্ত হয়। আর এই জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি সচেতন হতে হবে নিজেদেরও।

সেমিনারে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। মূলত জঙ্গিবাদ সম্পর্কে তরুণ প্রজন্মের ভাবনা জানতেই আয়োজন করা হয় এই সেমিনার।

অনুষ্ঠানে অংশ নিয়ে ইউএনডিপি কর্মকর্তা বলেন, শুধু নির্দিষ্ট কাউকে শাস্তি দিয়ে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ সম্ভব নয়। উগ্রবাদের চালিকাশক্তি কারা, সেদিকে নজর দিতে হবে। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে উগ্রবাদের মাত্রা কম। তবে সব শ্রেণিপেশার মানুষ এর সঙ্গে জড়িত হচ্ছে। আর এ কারণেই এটি প্রতিরোধ করা কঠিন।

এ ছাড়া সেমিনারে শিক্ষার্থীরাও জঙ্গিবাদ বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.