যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ কালে ৫ রোহিঙ্গা আটক

ঝিনাইদহ প্রতিনিধি: মহেশপুর যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আজ বুধবার (১৪ অক্টোবর) ভোরে ৫ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

বিজিবি জানায়,৫৮ বিজিবির অধিনস্ত যাদবপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার মান্দারতলা বাজার হতে ৫ রোহিঙ্গা ও এক দালালকে আটক করে।

আটককৃতরা হলেন- ফারুক মিয়ার স্ত্রী কুলছুমা বেগম(১৮), ইউনুস মিয়ার ছেলে ফারুক মিয়া(২০), আলম মিয়ার ছেলে হুবায়েত মিয়া(১৯), সাবের আহম্মদের ছেলে নুরু মিয়া(১৯), সেলিম মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান(২৫) এবং পারাপারে সহায়তাকারী দালাল উপজেলার জলিলপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে নাজমুল হোসেন(৩২)।

৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেহেদী হাসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আটক রোহিঙ্গারা কক্সবাজার উখিয়া-৪ নং ক্যাম্প থেকে পালিয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে বিজিবির হাতে আটক হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আটক রোহিঙ্গাদের ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.