যশোর সীমান্তে তিন কোটি টাকার ২৬টি স্বর্ণ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর সীমান্ত থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। সেগুলোর ওজন তিন কেজি, আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি দুই লাখ টাকা।
আজ সোমবার (৫ জুন) সকালে কাবিলপুর সীমান্তের শূন্যলাইন থেকে বাংলাদেশের দিকে ৫০ গজ ভেতরে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকালে বিজিবির একটি টহল দল চৌগাছার কাবিলপুর সীমান্তের মেইন পিলার ৩৮/২-এস এর ১৩আর পিলারের পাশে অবস্থান নেয়। সকাল ৯টার দিকে দুজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি তাদের থামতে বলে। কিন্তু ওই দুই ব্যক্তি না থেমে দৌড় দেয়। তাদের ধাওয়া করলে একজন সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে এবং অন্যজন বাংলাদেশের অভ্যন্তরে কাবিলপুর গ্রামের দিকে পালিয়ে যায়। পরে সীমান্তের শূন্যলাইন থেকে বাংলাদেশের দিকে ৫০ গজ ভেতরে মাঠের মধ্যে গামছা দিয়ে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে বিজিবি। প্যাকেট থেকে ২৬টি (৩ দশমিক ০২৩ কেজি) স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বর্তমান মূল্য তিন কোটি দুই লাখ ত্রিশ হাজার টাকা।
এ ঘটনায় চৌগাছা থানায় মামলা করে উদ্ধার হওয়া স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানায় বিজিবি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.