যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন ৪ গরু ব্যবসায়ী

যশোর প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি নামক স্থানে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে প্রাইভেটকারটি শার্শার দিকে আসার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় না পাওয়া গেলেও তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকার গরু ব্যবসায়ী বলে জানা গেছে।
যশোরের নাভারণ হাইওয়ের পুলিশের উপ-পরিদর্শক (এস আই) হুমায়ুন বিটিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বেনাপোলগামী প্রাইভেটকার ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকার আরোহী চারজন ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতরা সকলেই চট্টগ্রামের বাসিন্দা গরু ব্যবসায়ী। আগামী কোরবানি ঈদ উপলক্ষে প্রাইভেটকার যোগে গরু কিনতে তারা যশোরের শার্শা উপজেলার দিকে আসছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.