যশোরের বেনাপোল সীমান্ত থেকে গাঁজা-ফেনসিডিল জব্দ

 

যশোর প্রতিনিধি:  আজ মঙ্গলবার যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা ও ২৬৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

আজ  ভোরে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর ও বেনাপোল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা যায়, ভোরে বেনাপোল সীমান্তের রঘুনাথপুরের ঘিবা এলাকায় অজ্ঞাতপরিচয় ৫ থেকে ৬ জন ব্যক্তি ব্যাগ বহন করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি টহল দল তাদের ধাওয়া করলে মাদক পাচারকারীরা ব্যাগগুলো ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যান। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৪২ কেজি গাঁজা জব্দ করা হয়।

এদিকে বেনাপোলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬৪ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বিটিসি নিউজকে জানান, জব্দকৃত মাদকদ্রব্যে আনুমানিক মূল্য পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা। জব্দকৃত মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় পাঠানোর কার্যক্রম চলছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.