যমুনা এক্সপ্রেসওয়ে হচ্ছে বাজপেয়ির নামে

কলকাতা (ভারত) প্রতিনিধি: প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপির আদর্শ নেতা মাননীয় অটল বিহারী বাজপেয়ির নামে হতে চলেছে যমুনা এক্সপ্রেসওয়ে। প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
নাম বদল করা হচ্ছে ইন্দোরের কাছে অবস্থিত পাতালপানি স্টেশনেরও।
গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) জনজাতি গৌরব দিবসের সমাপ্তি অনুষ্ঠানে এই ঘোষণা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রয়াত আদিবাসী নেতা তাতিয়া ভিলের নামে নামকরণ হবে এই স্টেশনের।
আরো কিছু স্থানের নাম পরিবর্তন করে স্বধীনতা আন্দোলন সহ বেশকিছু দেশবরেণ্যদের নামে করা হবে বলে জানা গেছে। এই ব্যাপারে হেরিটেজ কমিশন ও আর্কিওলজিক্যাল সোসাইটির সাথে কথাবর্তা চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.